চট্টগ্রাম

জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামায়াতের র‌্যালী

  প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:০২:০৮ প্রিন্ট সংস্করণ

জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামায়াতের র‌্যালী

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনের দাবিতে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষে র‌্যালী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে এ র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালীপূর্ব সমাবেশে নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেন, জলাবদ্ধতা, পাহাড়ধস- এগুলো নিয়ে আমরা কাউকে দোষারোপ করতে চাই না। আমরা চট্টগ্রাম আর জলাবদ্ধতা দেখতে চাই না। আমি চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামের পক্ষ থেকে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি, সরকার যেকোনো সময় যেকোনো কাজের জন্য, যেকোনো কর্মসূচি বাস্তবায়নে আমাদের ডাক দিলে আমরা সরকারের পাশে থাকব, সরকারকে সহযোগিতা করব।
চট্টগ্রাম শহরে প্রায় ৫১টি খাল অবৈধভাবে দখল হয়ে গেছে। খালগুলো যারা দখল করেছেন, আপনারা দয়া করে নিজেরাই আপনাদের স্থাপনা সরিয়ে নেন। যদি না নেন, তাহলে আপনারা যতই প্রভাবশালী হোন না কেন, আমরা অন্তবর্তী সরকারের সঙ্গে মিলে খালগুলো উদ্ধার করব ইনশল্লাহ।

উক্ত বণার্ঢ্য র‌্যালি প্রেস ক্লাবে থেকে শুরু করে জামাল খান চেরাগী পাহাড় মোড়, আন্দরকিল্লা লালদিঘি, কোতোয়ালি মোড় হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

এতে আরো উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, আমির হোছাইন, হামেদ হাসান এলাহী, ফখরকে জাহান সিরাজী সবুজ, সদরঘাট থানা আমীর এম এ গফুর, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী প্রমুখ।

আরও খবর

Sponsered content