আন্তর্জাতিক

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

  প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৩ , ৪:০৩:১৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

ইউক্রেনের রাজধানী কিয়েভে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্তিরস্কিসহ ১৮ জন নিহত হয়েছেন। আজ বুধবার কিয়েভের পূর্ব ব্রোভারির একটি কিন্ডারগার্টেন স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, মোনাস্তিরস্কি ছাড়া আরও আটজন হেলিকপ্টারের আরোহী ছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে তার ডেপুটি এবং আরও এক কর্মকর্তাও রয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। এ ঘটনায় আহত অন্তত ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইউক্রেনের পুলিশ প্রধান ইগর ক্লিমেঙ্কো ফেসবুকে লেখেন, হেলিকপ্টারটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সেবার কাজে ব্যবহৃত হতো।

কিয়েভ আঞ্চলিক সামরিক শাখার প্রধান ওলেক্সি কুলেবা বলেন, ব্রোভারির এ ট্রাজেডিতে ১৮ জন নিহত হয়েছেন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। তখন পাশের কিন্ডারগার্টেন থেকে শিশু ও কর্মকর্তারা বের হচ্ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by