দেশজুড়ে

বান্দরবানে মোটর সাইকেল দুর্ঘটনায় এক ম্রো যুবক নিহত

  প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৫৫:০৮ প্রিন্ট সংস্করণ

বান্দরবানে মোটর সাইকেল দুর্ঘটনায় এক ম্রো যুবক নিহত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মুরং বাজার  এলাকায় মটর সাইকেল দুর্ঘটনায় নমইংচং ম্রো (১৬) একজন যুবক নিহত হয়েছে।নিহত নমইংচং ম্রো রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের দলিয়ান পাড়া এলাকার সিম ম্রো এর পুত্র।

এছাড়া একই দুর্ঘটনায়  মেনরাও ম্রো (১৬) নামে আরো একজন গুরুতর আহত হয়। আহত ব্যাক্তি একই উপজেলার মেনগা ম্রো এর পুত্র।এছাড়া দুর্ঘটনায় নওরিং ম্রো(১৫) নামে আরো একজন আহত হয়ে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দেয়া তথ্য মতে রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে বান্দরবান জেলা সদর থেকে রুমাগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক হতে আসা  মটর সাইকেলের সংঘর্ষে ঘটে এতে মোটরসাইকেল থাকা ৩  জন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

টহলরত পুলিশ দুর্ঘটনাস্থল হতে আহত অবস্থায় মোটরসাইকেলের তিন আরোহীকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আশে।

এ বিষয়ে বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. দিলীপ চৌধুরী  জানান মটর সাইকেল  দুর্ঘটনায় হাসপাতালে আশার আগেই নমইংচং ম্রো(১৬) এর মৃত্যু হয়, দুর্ঘটনায় গুরুতর আহত মেনরাও ম্রো (১৬) কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করতে বলা হয়েছে। অপর আরোহী নিওরিং ম্রো বান্দরবান সদর হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।

আরও খবর

Sponsered content