দেশজুড়ে

চিরতরে অশুভ শক্তি বিদায় করতে নৌকায় ভোট দিন: ডা. দিলীপ রায়

  প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৩ , ৬:১৭:২০ প্রিন্ট সংস্করণ

চিরতরে অশুভ শক্তি বিদায় করতে নৌকায় ভোট দিন: ডা. দিলীপ রায়

হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় মহা উৎসব শ্যামা পূজা। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ধুলপুকুড়িয়া গ্রামে ডা. দিলীপ কুমার রায়ের বাড়িতে ধুমধামে আরাধনার মধ্য দিয়ে শ্যামা পূজা শেষ হয়।

রোববার (১৩ নভেম্বর) শ্যামা পূজা শুরু হয়ে সোমবার শেষ হয়।

শেষের দিনে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ মহানগরের অন্যতম সহসভাপতি ডা. দিলীপ কুমার রায় তাঁর বাড়িতে সকাল থেকে বিকেল পর্যন্ত অতিতিদের  আপ্যায়ন করান।

এসময় ডা. দিলীপ রায় সংক্ষিপ্ত এক আলোচনায় বলেন, যারা দেশের মধ্যে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের ঘাড় মটকে দিতে হবে। পরে সে কাজটি আওয়ামী লীগ সরকার করেছিল। এবারের অনুষ্ঠানে আমি আবারও বলছি, মায়ের কাছে প্রার্থনা করতে হবে, ভবিষ্যতে যেন দেশ থেকে চিরতরে অশুভ শক্তি বিদায় নেয়। সে মোতাবেক সবাইকে কাজ করতে হবে।’ আগামী দ্বাদশ নির্বাচনে সকল প্রকার দ্বিধাদ্বন্দ্ব ভূলে নৌকায় ভোট দিতে হবে।

অতিথিদের অভ্যর্থনায় ছিলেন, ডা. দিলীপ রায়ের সহধর্মিণী অঞ্জলী রায়, বাবলু রায়, প্রণব রায়।

আমন্ত্রিত অতিথি ছিলেন, মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, সাবেক মেয়র মোজাফফর হোসেন বাবলু, বোয়ালমারী থানার অফিসার ইমচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, জেলা যুবলীগের সদস্য সেলিমুজ্জামান লিটু, কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, চতুল ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হান্নান মোল্লা প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by