প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:২৩:৩০ প্রিন্ট সংস্করণ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দিন রাত উপেক্ষা করে শীতের কষ্ট লাঘবে দিনমজুর, হতদরিদ্র ও ফুটপাতে থাকা ভবঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান।
বুধবার ৫ ফেব্রুয়ারি বিকাল ৫ ঘটিকায় উপজেলার বড়মানিকা ইউনিয়ন ১ নং ওয়ার্ড দরগারহাট নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা সহ স্থানীয় সীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এর আগে পুরো জানুয়ারি জুড়ে দিনে রাতে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের এতিমখানায় ও বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করেন।
কম্বল পেয়ে রিকশা চালক ইব্রাহীম বলেন, কয়েকদিন ধরে শীতে অনেক কষ্ট করতেছি। সামর্থ্য না থাকায় শীতের কম্বল কিনতে পারিনি। ঘরের সামনে লোকজনের শব্দ পেয়ে দরজা খুলে দেখি আমাদের ইউএনও স্যার কম্বল নিয়ে হাজির হয়েছেন। এই কম্বল পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। শীতে আমাদেরকে আর কষ্ট করতে হবে না।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান জানান, জেলা প্রশাসক স্যারের দিক-নির্দেশনায় তিনি সমাজের সুবিধাবঞ্চিত অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে দিনে রাতে ঘুরে ঘুরে ১০৯৪ জনকে শীতবস্ত্র কম্বল প্রদান করেছেন। শীতে তাদের পাশে দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে। শীতে এই শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রম ও মানবিক কাজ অব্যাহত থাকবে।