দেশজুড়ে

শেরপুরে শীতার্তদের মাঝে ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:১৭:৪১ প্রিন্ট সংস্করণ

শেরপুরে শীতার্তদের মাঝে ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

শেরপুরের নালিতাবাড়ীতে ইসলামী ব্যাংক পিএলসি শাখার পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী ব্যাংক নালিতাবাড়ী শাখা থেকে শতাধিক মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।

এসময় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর ২ আসনে সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি। ইসলামী ব্যাংক নালিতাবাড়ী শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মঞ্জুরোল মোর্শেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, ব্যাংক শাখা ম্যানেজার অপারেশন্স জাহিদ হোসেন, শেরপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি আমিনুর রসুল সহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের ক্রান্তিলগ্নে ইসলামী ব্যাংক ব্যাংকিং খাতে উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছে। যার মাধ্যমে আজকে ব্যাংক থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত সহায়তা পেয়েছে তাকেই পতিত সৈরাচার সরকার বিনা অপরাধে ফাসির কাস্টে মৃত্যুদণ্ড দিয়েছে। আজ তারাই বাধ্য হয়ে দেশান্তরে চলে গেছে। ইসলামী ব্যাংক যেকোন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে ছিলো আছে এবং থাকবে। সদা সর্বদা মানুষের কল্যাণে ব্যাংকিং খাতে অগ্রণী ভূমিকা রাখবে ইসলামী ব্যাংক। 

আরও খবর

Sponsered content