প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:১৯:২৩ প্রিন্ট সংস্করণ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ হাজীপাড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ফয়জানে মদিনাতুল আউলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বন্ধন লিও ক্লাব সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে ও সেক্রেটারী নাইম উদ্দিন শাফায়াতের নেতৃত্বে পরিচালিত ব্লাড গ্রুপিং ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন হাজীপাড়া সমাজ কল্যান পরিষদের সদস্য ইকবাল হোসেন, বন্ধন লায়ন্স ক্লাবের সেক্রেটারী আবু তাহের, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন আবুল খায়ের, প্রাক্তন সভাপতি মনির হোসেন বাপ্পি।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালেহ জহুর হাউজিং সোসাইটির সেক্রেটারী জিয়াউল হক রিপন, ফয়জানে মদিনাতুল আউলিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মানিক, স্থানীয় সহযোগী সংগঠন হাজীপাড়া বন্ধন ক্লাবের রবি, ইমরান, খোকা, ফাহিম, রাকিব বন্ধন লায়ন্স ক্লাব সদস্য মোঃ পারভেজ, বন্ধন লিও ক্লাবের সদস্য আল আমিন, সজীব, নিহাল, তুহিন, ইভা, লিপি, জুতি, জয় বড়ুয়া প্রমূখ।
এতে বক্তরা বলেন, রক্ত মানবদেহের অতীব জরুরী একটি উপাদান। বিপদে আপদে প্রয়োজনে দূর্ভিপাকে রক্ত দেয়া নেয়ার ক্ষেত্রে গ্রুপ জানা জরুরী। এই ধরণের গুরুত্বপূর্ণ ও জরুরী কাজে বন্ধন লিও ক্লাবের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতে আরও বড় পরিসরে রক্তের গ্রুপ নির্ণয় এবং ব্লাড ডোনেশন কার্যক্রম পরিচালনা করে মানবতার কাজে নিজেদের সম্পৃক্ততা বাড়াতে হবে বলে অভিমত ব্যক্ত করেন।