প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৪৪:৩০ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরে এক রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় ছাদেকুল ইসলাম (৪১) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা।
শনিবার ভোর রাত ৪ টার দিকে সদর উপজেলার ৮ নং শংকরপুর ইউনিয়নের শংকরপুর সোনাহার পাড়ার মো. ছাদেকুল ইসলামের বসতবাড়ীর ভেতর থেকে এই অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়।
আটককৃত ছাদেকুল ইসলাম অত্র এলাকার মো. আলাউদ্দিনের ছেলে। দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, শনিবার রাত সাড়ে ১২ টার সময় মেজর তানভীর এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ছাদেকুল ইসলাম এর বসত বাড়িতে তল্লাশী চালিয়ে দেশীয় একটি পিস্তলসহ এক রাউন্ড গুলি পাওয়া যায়।
এসময় উদ্ধারকৃত দেশীয় পিস্তলটি এক রাউন্ড গুলিসহ জব্দ করা হয়। এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আর অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।