রাজশাহী

পতœীতলায় বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২০ , ৮:১৮:৪৬ প্রিন্ট সংস্করণ

পতœীতলায় বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

পতœীতলা (নওগাঁ) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে পতœীতলায় সামাজিক বন বিভাগ, রাজশাহীর পাইকবান্দা রেঞ্জের আয়োজনে বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষের আহŸান, লাগাই গাছ বাড়াই বন এই শ্লোগানকে সামনে রেখে বৃহষ্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর এলাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকার, সহকারী কমিশনার ভূমি সানজিদা সুলতানা, পতœীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, সামাজিক বন বিভাগ, রাজশাহীর পাইকবান্দা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পতœীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ চৌধুরী, পাইকবান্দা বীট কর্মকর্তা লক্ষন চন্দ্র ভৌমিক, নজিপুর বীট কর্মকর্তা শহীদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা, সূধীজন, সাংবাদিকবৃন্দ প্রমূখ।

আরও খবর

Sponsered content

Powered by