প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৪৬:৩২ প্রিন্ট সংস্করণ
পার্বত্য জেলা বান্দরবানে প্রান্তিক জনসাধারণের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা সেবা পৌছে দেয়ার লক্ষে প্রথমবারের মতো সর্ব বৃহৎ পরিসরে আয়োজন করা হয়েছে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন ও রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ প্রদান কর্মসূচি।
মানবিক এই কর্মসূচীতে সেচ্ছাসেবী ডাক্তার হিসেবে অংশগ্রহণ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন,দেশের বিভিন্ন জেলার নামকরা হাসপাতাল হতে আগত ৪৩ জন বিশেষজ্ঞ ডাক্তার এছাড়া আগত রোগীদের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য কর্মসূচিতে অংশগ্রহণ করেছে জেলার ১৫ টি বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের ১৫৫ জন ভলান্টিয়ার।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টা হতে জেলার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদ-গা মাঠে শুরু হয় সর্ববৃহৎ মেডিক্যাল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ প্রদান কর্মসূচি।সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গা হতে নারী,পুরুষ, বৃদ্ধরা আসতে থাকেন ঈদ-গা মাঠের মেডিক্যাল কেম্পেইনে।দুপুর নাগাদ প্রায় হাজারো রোগীদের ভিড় জমে ক্যাম্পেইনে সারিবদ্ধভাবে স্থাপিত বিশেষজ্ঞ ডাক্তারদের টেবিলের সামনে।দায়িত্বে থাকা ছেলে ও মেয়ে ভলান্টিয়ার সদস্যরা সেবা প্রত্যাশীদের লাইনে দাড়াতে, ও রোগ অনুযায়ী কোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেদন তা দেখিয়ে দিচ্ছেন।
বান্দরবান মেডিকেল স্টুডেন্ট’স কাউন্সিল অ্যাসোসিয়েশনন এর আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন ও রুগীদের মাঝে বিনামূল্যে ঔষধ প্রদান এই কর্মসূচী চলবে বিকেল ৩ টা পর্যন্ত।
বাংলাদেশ মেডিক্যাল স্টুডেন্ট কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. বেনজির জাহাঙ্গীর জানান ২০১৯ সাল হতে এই সংগঠনটির যাত্রা,মুলত প্রান্তিক জনসাধারণের কাছে চিকিৎসা সেবা টা পৌছে দেয়াই সংগঠনের মূল লক্ষ্য, তিনি বলেন পার্বত্য বান্দরবানে প্রান্তিক জনসাধারণের কাছে সুচিকিৎসা ও পরামর্শ পৌছে দিতে বান্দরবান মেডিক্যাল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন।
চিকিৎসা নিতে আশা একজন সাধারণ রুগী জানান এ ধরনের আয়োজনে আমরা খুবই আনন্দিত ,ডাক্তার দেখিয়েছি,ঔষধ লিখে দিয়েছেন,তিনি বলেন ভবিষ্যতে বিভিন্ন সংগঠন যদি এ ধরনের আরো উদ্যেগ নেয় তাহলে বান্দরবানের সাধারণ মানুষের চিকিৎসা সুবিধার জন্য ভালো।
ক্যাম্পেইনে দায়িত্বে থাকা একটি সেচ্ছাসেবী সংগঠনের ভলান্টিয়ার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলার ছাত্র প্রতিনিধি আসিফ ইকবাল জানান জেলার দুর দুরান্ত থেকে দরিদ্র জনসাধারণ এখানে চিকিৎসা সেবা নিতে এসেছে,যাদের বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর কোন সুযোগ হয়ে উঠে না,তাদের জন্য বিশেষজ্ঞ ডাক্তার এখানে আছে,ডাক্তারী পরামর্শ ছাড়াও রোগীদের দেয়া হবে বিনামূল্যে ঔষধ।
তিনি বলেন এই ক্যাম্পেইনে বান্দরবান সেনা রিজিয়ন ,জেলা প্রশাসন,জেলা পরিষদ,জেলা সিভিল সার্জন কার্যালয় সার্বিক সহযোগিতা প্রদান করেছেন, বান্দরবান জেলা পুলিশ কর্মসূচির সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন,এছাড়া জেলার ১৫ টি সেচ্ছাসেবী সংগঠনের ১৫৫ জন ভলান্টিয়ার এখানে সেবা দিচ্ছে।
চট্টগ্রাম বিজিসি ট্রাস্ট হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নাক,কান,গলা বিশেষজ্ঞ ডা.সুমন বড়ুয়া বলেন ক্যাম্পেইনে জনসাধারণের উপস্থিতি অনেক বেশি,বিভিন্ন কমিউনিটির জনসাধারণ এখানে চিকিৎসা নিতে আসছেন।তিনি বলেন এ ধরনের সচেতনতা মূলক ক্যাম্পেইনের আয়োজনের মাধ্যমে রোগীদের রোগের প্রাথমিক পর্যায় সনাক্ত করে চিকিৎসা দেয়া সম্ভব। তিনি বলেন কমিউনিটি লেবেলে এ ধরনের ফ্রী মেডিক্যাল ক্যাম্প যত বেশি করা যাবে ততই প্রান্তিক জনসাধারণ উপকৃত হবে এবং এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে আমরাও রুগীদের সেবা দিতে পেরে নিজেদের ধন্য মনে করছি।
জেলায় প্রথমবারের মতো এ আয়োজন সাড়া ফেলেছে বসবাসকারী সকল শ্রেনী পেশার মানুষের কাছে।এই ক্যাম্পেইন সেবা গ্রহণ করতে আশা অধিকাংশ সাধারণ রুগীদের একটাই দাবি,পার্বত্য জেলা বান্দরবানের চিকিৎসা সেবা আরো উন্নত ও অতি জরুরী সদর ও উপজেলা হাসপাতাল গুলোত বিশেষজ্ঞ ডাক্তারের ঘাটতি পুরন করে চিকিৎসা সেবা নিশ্চিত করা।