প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৫৮:০৯ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার (৮ ফেব্রুয়ারি) লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে তাঁকে শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে ভর্তিকৃত রোগীদের চিকিৎসা সেবা ও খাদ্য প্রদান সম্পর্কে খোঁজ খবর নেন সিভিল সার্জন। এছাড়া ডাক্তার, নার্স, সেকমো ও কর্মচারীদের খোঁজখবরও নেন। এসময় তিনি হাসপাতালের চিকিৎসক, সেকমো, নার্সদের উপস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সেবার মান ও সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে এর ধারাবাহিকতা বজায় রেখে সেবার গুণগত মান বৃদ্ধির নির্দেশনা করেন। প্রত্যেক চিকিৎসক চেম্বারে যেভাবে রোগী দেখেন, সেভাবে হাসপাতালেও বিনা পয়সায় রোগীদের আন্তরিকতার সাথে সেবা দেওয়া এবং রোগীদের কথা মনোযোগ দিয়ে শোনা, জরুরী বিভাগে গ্যাস্ট্রিক ও হার্টের ইঞ্জেকশন, স্যালাইনসহ জীবন রক্ষাকারী বিভিন্ন ওষুধ রাখার নির্দেশনা প্রদান করেন সিভিল সার্জন জাহাঙ্গীর আলম।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ইশতিয়াকুর রহমানসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।