রংপুর

ফুলবাড়ীতে আটক ৯ কোটি ৬২ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:০৬:০৩ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ীতে আটক ৯ কোটি ৬২ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস

দিনাজপুর ফুলবাড়ী ২৯ বিজিবি ও দিনাজপুর ৪২ বিজিবি কর্তৃক মাদক বিরোধী অভিযানে এক বছরে আটক ৯ কোটি ৬২ লক্ষ ৪৭ হাজার ২৮০ টাকার মুল্যে অবৈধ্য মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

আজ (৯ ফেব্রুয়ারি) রোববার দুপুর ১২টায় দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবি‘র রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল  এস এম জাহিদুর রহমান,এসজিপি।

এসময়, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল  হক, ২০ বিজিবি‘র জায়পুরহাট অধিনায়ক লেঃ কর্নেল মো. নাহিদ নেওয়াজ, পিএসসি, ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মো. আহাসান উল ইসলাম, ২৯ বিজিবি ফুলবাড়ী ব্যাটালিয় এর অধিনায়ক লেঃ কর্নেল এবিএম জাহিদুল করিম,ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীস,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবিএম খন্দকার মহিব্বুলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content