ময়মনসিংহ

কেন্দুয়ায় বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

  প্রতিনিধি ৮ মে ২০২১ , ৭:১৭:৪৩ প্রিন্ট সংস্করণ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়ায় বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। শনিবার কেন্দুয়া খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন খন্দকার, উপজেলা আ.লীগ সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সামসুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত সঞ্জয় মোহন দত্ত, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ভূঞা প্রমুখ।

চলতি মৌসুমে কেন্দুয়া বোরো ধান-চাল সংগ্রহের লক্ষমাত্রা ২ হাজার ৮০২ মেট্রিকটন ধান ও ৩ হাজার ৬১০ চাল। প্রতি কেজি ধান ২৭ টাকা দরে ১ হাজার ৮০টাকা মণ হিসেবে কৃষকের অ্যাপে নিবন্ধনের মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় হবে। আর ৪০ টাকা কেজি ধরে মিলারদের কাছ চাল সংগ্রহ করা হবে। আগামী ১৬ আগস্ট পর্যন্ত এই ধান সংগ্রহ অভিযান চলবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by