প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:০৩:০৮ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগ বাঁশখালী উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের জন্য মুহাম্মদ খোরশেদ আলী চৌধুরী কে সভাপতি ও মুহাম্মদ জসিম উদ্দীন কে সেক্রেটারী করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
উপজেলার সরকারি আলাওল কলেজ হলরুমে যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আবু নাছের, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ, দক্ষিণ জেলা যুব বিভাগীয় দায়িত্বশীল ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জি.এম সাইফুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা শহিদ উল্লাহ, পৌরসভা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ আবু তৈয়ব।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সেক্রটারী মুহাম্মদ তারেকুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম (কামরান), অর্থ-সম্পাদক মুহাম্মদ হাসান, অফিস সম্পাদক মুহাম্মদ কফিল উদ্দীন, আইন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ ইয়াছিন, সাহিত্য সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নেছারুল হক, ক্রিড়া সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক রাহাত, কর্মসংস্থান সম্পাদক মুহাম্মদ ইসমাইল আজাদ, প্রচার সম্পাদক মুহাম্মদ রাশেদ আকবর, সমজাকল্যাণ সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দীন, শিক্ষা সম্পাদক মুহাম্মদ মিনহাজ উদ্দীন, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ রিয়াজুল করিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ রাশেদুল ইসলাম ফয়সাল, মিডিয়া সম্পাদক এইচ.এম ছগির সিকদার, সদস্য মুহাম্মদ ফারুকুর রশীদ, মুহাম্মদ জয়নাল আবেদীন।