প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৫৬:৪২ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের দক্ষিণ সুতালড়ী হিন্দু-মুসলিম জেলাপখান স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল আলম।
স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার বেপারী। পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ফারুক হোসেন সামাদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এফ এম শামীম আহসান, বারইখালী ইউনিয়র বিএনপির সাধারণ সম্পাদক মো: মাসুম ফকির, সাবেক ইউপি সদস্য মো: মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক গনেশ পাল, পলাশ শরীফ, ইলেকট্রেনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাওলানা ইমরান হোসেন।