রাজশাহী

চলনবিলের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ে আলোচনা সভা

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২১ , ৮:০৬:৫৯ প্রিন্ট সংস্করণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

পাবনার চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘চলনবিলের বর্তমান অবস্থা ও করনীয়’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা হাসান।

বেলার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তন্ময় সান্যালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেগী জাহান। বক্তব্য দেন, চলনবিল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান, স্বাচিব পাবনা জেলা সভাপতি ডা. গোলজার হোসেন, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, প্রভাষক আগমণী চক্রবর্তী, সাবেক ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন সরকার, মহিলা নেত্রী বেগম রোকেয়া আজাদ, আ.লীগ নেতা মো. শামসুজ্জোহা, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আ. মুতালিব প্রমুখ ।

আরও খবর

Sponsered content

Powered by