ঢাকা

টুঙ্গিপাড়ায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন 

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৫৬:৫৮ প্রিন্ট সংস্করণ

টুঙ্গিপাড়ায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদা না দেওয়ায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার পাটগাতি বাজারের রুপালী লাইফ ইন্সুরেন্স কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রুপালী লাইফ ইন্সুরেন্স টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ রাকিবুজ্জামান। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলার বর্নি ইউনিয়নের বাশুরিয়া গ্রামের রাসেল শেখ নামের এক ব্যক্তি ২০২২ সালে ১৫ বছর মেয়াদী জীবন বীমা পলিসি গ্রহণ করেন। ২০২২ ও ২০২৩ সালে জীবন বীমার সম্পূর্ণ প্রিমিয়াম ৫০ হাজার ২২০ টাকা করে পরিশোধ করেন। কিন্তু ২০২৪ সালে বীমার প্রিমিয়াম সম্পূর্ণ পরিশোধ করতে না পারায় টোকেনের মাধ্যমে ৩৯ হাজার টাকা জমা রাখেন। পরবর্তীতে, লিখিত আবেদনের মাধ্যমে সেই টাকা ফেরত নিয়ে যান। তিনি আরো বলেন, এর কিছুদিন পরে রাসেল শেখ নামের ওই ব্যক্তি জসিম মুন্সী নামের এক কথিত সাংবাদিককে নিয়ে অফিসে এসে ৩৯ হাজার টাকা ফেরত চান। লিখিত আবেদন ও টাকা বুঝে পাওয়ার প্রমান দেখালেও সাংবাদিক পরিচয়ধারী জসিম মুন্সী আমাকে বকাঝকা করেন। এছাড়া মিথ্যাও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তখন টাকা না দিলে দৈনিক আলোর জগত নামে একটি পত্রিকায় আমার বিরুদ্ধে মনগড়া সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। তাই আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে রূপালী লাইফ ইন্সুরেন্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত জসিম শেখ নিজেকে আলোর জগত পত্রিকার প্রতিনিধি দাবি করে বলেন, তিনি আমার বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ এনেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে সেখানে গিয়েছিলাম কিন্তু কোন চাঁদা দাবি করিনি।

আরও খবর

Sponsered content