ঢাকা

গোপালগঞ্জ মেডিকেল কলেজ পরিদর্শনে বশেমুরবিপ্রবি’র উপাচার্য 

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৪৯:৫৩ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ মেডিকেল কলেজ পরিদর্শনে বশেমুরবিপ্রবি'র উপাচার্য 

গোপালগঞ্জ মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অমল চন্দ্র পালের আমন্ত্রণে কলেজ পরিদর্শনে যান উপাচার্য। এ সময় তার সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ও প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিব।

মেডিকেল কলেজ পরিদর্শনে গেলে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরকে ফুল দিয়ে বরণ করে নেন অধ্যাপক ড. অমল চন্দ্র পাল। এরপর উপাচার্য মেডিক্যাল কলেজের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেডিকেল কলেজ যৌথভাবে চিকিৎসা ও গবেষণা বিষয়ে কাজের ক্ষেত্র তৈরি নিয়ে নানা আলোচনা করেন।

আরও খবর

Sponsered content