বাংলাদেশ

আজ থেকে খুলছে অফিস-আদালত

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২০ , ১২:২৪:৪৯ প্রিন্ট সংস্করণ

ঈদুল আজহার তিন দিনের ছুটি শেষে আজ সোমবার (৩ আগস্ট) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমাসহ সব ধরনের প্রতিষ্ঠান। খুলছে সরকারের প্রধান প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়।

এবার ঈদের তিন দিনের ছুটির মধ্যে শুক্র ও শনিবার থাকায় ছুটির দিন ছিল মূলত একদিন রবিবার। গত শুক্রবার থেকে শুরু হওয়া ঈদুল আজহা পালিত হয় শনিবার।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, ছুটিকালীন বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হয়েছে সব ধরনের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। গার্মেন্টস শ্রমিকদেরও কর্মস্থল ছেড়ে বাড়ি যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। ফলে তারা এবার বাড়ি যেতে পারেননি।

তারপরেও যারা ঈদ করতে বাড়িতে গিয়েছেন, তারা আজ সোমবার থেকে নিজ নিজ অফিসে যোগ দেবেন। প্রতিবছর ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাধারণত সচিবালয়ে নিজেদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন কর্মকর্তা-কর্মচারীরা। করোনার কারণে সরকারি অফিস চলছে ২৫ শতাংশ জনবল নিয়ে।

আরও খবর

Sponsered content

Powered by