প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:০০:১০ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৩ টি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত ২লক্ষ৫০হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে বোয়ালখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের কধুরখীল কৈবর্ত্যপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্হানীয় বসবাসরত বাসিন্দারা বলেন,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মাধব দাসের ৪ কক্ষ বিশিষ্ট সেমি পাকা বসতঘর, মৃদুল দাসের মাটির ৪ কক্ষের টিন সেট বসতঘর ও জোসনা দাসের দুই কক্ষের টিন সেডের বসতঘর পুড়ে গেছে। এতে আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্হানীয় বসবাসরত বাসিন্দারা ।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।