বাংলাদেশ

খালেদা জিয়া আবারও জ্বরে আক্রান্ত

  প্রতিনিধি ১৪ জুন ২০২১ , ৫:৩৫:২৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

দেড় মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও জ্বরে আক্রান্ত হয়েছেন।

তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের একজন চিকিৎসক জানান, গতকাল রবিবার সকালে তিনি জ্বরে আক্রান্ত হন। সকালে শরীরের তাপমাত্রা কিছুটা বেশি ছিলো। বিকাল থেকে তাপমাত্রা ১০০-এর মধ্যে ওঠানামা করছে। মেডিক্যাল বোর্ডের বৈঠক হয়েছে। সেখানে চিকিৎসকেরা তার কিছু পরীক্ষা এবং নতুন ওষুধ দিয়েছেন।

একজন চিকিৎসক বলেন, ১৫ দিন আগেও বেগম জিয়া জ্বরে আক্রান্ত হন। আবার জ্বর হওয়ার ঘটনা উদ্বেগজনক। এত ঘন ঘন জ্বর হওয়া ভালো লক্ষণ নয়।

৯ মে তিনি করোনামুক্ত হওয়ার পর থেকে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। পুরনো রোগগুলো আরও জটিল হয়েছে। হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ মে জ্বরে আক্রান্ত হয়েছিলেন খালেদা জিয়া। চার দিন পর তা নিয়ন্ত্রণে আসে।

আরও খবর

Sponsered content

Powered by