প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৪১:১৭ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের কামলা জিলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে নব নির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্তরে ফিতা কেটে শহীদ মিনারের উদ্বোধন করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, কামলা জিলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল-জাবির, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান,বিদ্যালয়ের সহকারী শিক্ষকগন ও এলাকার সুধীজন।