প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৪৬:৫৯ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ উপায়ে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ‘ক্রস ফিলিং’ করার খবর পেয়ে স্টেশনে অভিযান চালিয়ে ১ হাজার ৬৭২ টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করা যায়নি। এসময় একটি মিনিট্রাক ও দুইটি ভ্যান জব্দ করা হয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে নুসরাত এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল ও দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক সুজন শর্মার নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহায়তা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় একটি গোডাউনে লাইসেন্স ছাড়া অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করছিল একটি অসাধু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এ সময় গ্যাস ক্রস ফিলিংয়ের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, “দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় একটি গোডাউনে লাইসেন্স ছাড়া অবৈধ উপায়ে ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করছিল একটি অসাধু চক্র। এখানে সিলিন্ডারে ক্রস ফিলিং করে ১২কেজি সিলিন্ডারে ১০কেজি গ্যাস দিয়ে অন্য উপাদান দিয়ে সিলিন্ডার ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে ১৬৭২টি সিলিন্ডার, একটি মিনিট্রাক ও দুইটি ভ্যান জব্দ করা হয়। পরবর্তীতে আইনগতভাবে এটি নিষ্পত্তি করা হবে।”