দেশজুড়ে

আগৈলঝাড়া প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষ প্রশিক্ষণ

  প্রতিনিধি ১৮ মে ২০২০ , ৫:১৯:০৮ প্রিন্ট সংস্করণ

এসএম ওমর আলী সানি, আগৈরঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় কৃষি সম্প্রসারন অধিদপ্তএর বাস্তবায়নে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে সোমবার উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষ প্রশিক্ষণ (মৌসুম:-) অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি প্রশিক্ষণ সূত্রে জানাগেছে, কৃষককৃষাণীদের প্রশিক্ষণ দিয়ে ধুনিক পদ্ধতিতে উন্নতজাতের ফসল উৎপাদনের সহযোগীতা করা জন্য বরিশালের আগৈলঝাড়ায় কৃষি সম্প্রসারন অধিদপ্তএর বাস্তবায়নে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে সোমবার দিন ব্যাপি উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষ প্রশিক্ষণ (মৌসুম:-) অনুষ্ঠিত হয়

উপজেলা কৃষি প্রশিক্ষন হলরুমে উপজেলা কৃষি অফিসার মো.নাসির উদ্দিন এর সভাপতিত্বে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রশিক্ষণ পূর্বক আলোচনা সভা অনিুষ্ঠিত হয় প্রশিক্ষক হিসেবে ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো.নাসির উদ্দিন উপজেলা উপ সহকারি কৃষি অফিসার মো. খলিলুর রহমান উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সুভাষ চন্দ্র , সিনিয়র উপসহকারী কৃষি কর্মকর্তা মো.খলিলুর রহমান, মনোতোস সরকার, সুভাষিনী সরকার, জাফর ইকবাল প্রমুখ প্রশিক্ষণে আগৈলঝাড়া উপজেলার  কৃষকরা উপিস্থত ছিলেন

উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষ প্রশিক্ষণ (মৌসুম:-) এই দুঃসময়েও সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা ৫টি  উনিয়নের কৃষককৃষানীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের প্রশিক্ষণ দিয়ে কৃষি উৎপাদন বাড়িয়ে নিজেরা স্বাবলম্ভী হচ্ছে অন্যদের সহযোগীতা করছে তারা

আরও খবর

Sponsered content

Powered by