প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:০৩:৩৫ প্রিন্ট সংস্করণ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালেঅনুষ্ঠিত বাংলাদেশ জামায়াত ইসলামী বাঁশখালী উপজেলার ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বার্ষিক পরিকল্পনা-২০২৫ অনুষ্ঠানে প্রার্থীর নাম ঘোষণা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব জাফর সাদেক।
এ সময় দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামকে বাঁশখালীর সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এ সময় বাঁশখালী উপজেলা ও পৌরসভায় দায়িত্বরত কর্ম পরিষদ সদস্য, উপজেলা কমিটি এবং পৌরসভা কমিটি, ইউনিয়ন কমিটি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব পরিষদ, ছাত্র শিবিরের নেতারা উপস্থিত ছিলেন। সভায় চূড়ান্ত হওয়া প্রার্থীকে নিজ নিজ সংসদীয় এলাকায় কাজ করারও নির্দেশনা দেওয়া হযেছে।
উল্লেখ্য, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম পূর্বে দক্ষতার সহিত বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।