দেশজুড়ে

ধর্মপাশায় নিহত জেলে পরিবারকে আর্থিক সহায়তা

  প্রতিনিধি ২৮ মে ২০২০ , ৭:১৯:৩৮ প্রিন্ট সংস্করণ

হাওরাঞ্চল প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কৈয়ারকুড়ি হাওরে মাছ শিকার করতে গিয়ে গত মঙ্গলবার রাত সাড়ে ৮ দিকে দেবেশ সরকার (৩২) নামের এক জেলে ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকাডুবে ওই হাওরে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর নানাভাবে অনেক খোঁজাখোঁজি করে পরদিন বুধবার বেলা দেড়টার দিকে ১৭ ঘন্টা পর ওই হাওর থেকে তাঁর লাশ উদ্ধার করেন এলাকাবাসী। তাঁর বাড়ি উপজেলার মাকড়দী গ্রামে। নিহত ওই জেলের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

জানা যায়, নিহত জেলের ছেলে দ্বিতীয় শ্রেণীতে ও মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে। তাই ওই জেলে পরিবারটিকে আর্থিক সহায়তা বাবদ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান বুধবার সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজিম মাহমুদের মাধ্যমে ১০হাজার টাকা পাঠিয়েছেন।

বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজিম মাহমুদ বলেন,স্থানীয় এক ইউপি সদস্যের উপস্থিতিতে ইউএনও স্যারের পাঠানো ১০হাজার টাকা বৃহস্পতিবার দুপুরে নিহত জেলের পরিবারের কাছে হস্তান্তর করেছে।

আরও খবর

Sponsered content

Powered by