প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:০৫:০১ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক কলহের জেরে আয়নাল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ গলায় রশি দিয়ে গাছের ডালের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে ধামশ্রেনী ইউনিয়নের ঠাকুরবাড়ি বাজার এলাকায় সুরিরডারা গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামশ্রেনি ইউনিয়নের ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য দুলাল মিয়া।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ির পার্শ্ববর্তী সিদ্ধেস্বরি পদ্মতোলা পুকুর পাড়ের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে খবর দিলে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন। নিহত আয়নাল হোসেন পাইকপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়নাল হোসেন প্রায় ২০ বছর পূর্বে ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে এসে ঠাকুরবাড়ি বাজারের পাশে সুরিরডারা গ্রামে বসতবাড়ি করেন। সেখানে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে জীবন-যাপন করে আসছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সাথে অভিমান করে বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে গাছের ডালে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।