চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:০১:৫৫ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি দেশীয় তৈরি দোনলা বন্দুক (এলজি)সহ মো. বেলাল হোসেন নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সে ফেনী জেলার ছাগলনাইয়া থানার মধ্যম শিলুয়া চৌদ্দি বাড়ির মৃত আলমগীর হোসেন বাবুলের ছেলে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্পের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হাজী ক্যাম্প এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনার সময় একটি বাজারের ব্যাগ তল্লাশি করে দুইটি দেশীয় তৈরি দোনলা বন্দুক উদ্ধার করা হয় এবং মো. বেলাল হোসেন নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, গ্রেপ্তার হওয়া বেলালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও খবর

Sponsered content