ঢাকা

আড়াইহাজারে বিচার-শালিসে সংঘর্ষ, আহত-১৫

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২০ , ৭:৪৪:০৪ প্রিন্ট সংস্করণ

আড়াইহাজারে বিচার-শালিসে সংঘর্ষ, আহত-১৫

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বুধবার দুপুরে বিচার-শালিসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ আহত হয়েছেন। আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম, জহিরুল,আল-আমিন, বিল্লাল হোসেন, আলমগীর ও জালাল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। অন্যরা স্থানীয় বিভিন্ন সেবাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় বগাদী এলাকার মনিরুল গ্রæপ ও বাইলাট বগাদী এলাকার ছাত্তার গ্রæপের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে। এ সময় ফতেপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিচার কার্য চলছিল। বিচারে অংশ নেওয়া রাসেল নামে এক যুবক জানান, দুই দিন আগে বাইলাট বগাদী এলাকার এক অটো চালক বেশ কয়েক জন নারী যাত্রী নিয়ে বিশনন্দী ফেরিঘাট এলাকায় যাচ্ছিলেন। একই সময়ে বগাদী এলাকার অপর আরেকটি অটোতে এক যুবক ছিলেন। যুবক নারী যাত্রীদের উত্যক্ত করছিলেন। এনিয়ে আড়াইহাজার-গোপালদী সড়কের বাইলাট বগাদী এলাকায় বাগবিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে অভিযুক্ত ওই যুবককে আরেক অটোর এক যাত্রী সাশিয়ে বিষয়টি মীমাংশা করে দেয়। পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটে। বাইলাট বগাদী এলাকার সোহেল নামে এক ব্যক্তি অভিযোগ করেন, বিচার-শালিসে তাদের ওপর হামলা করা হয়েছে। তাকে এক ঘন্টা পরিষদে আটকে রাখা হয়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে। বগাদী এলাকার বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি বলেন, বিচার-শালিসের মধ্যে আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এতে অনেকেই আহত হয়েছেন। চেয়ারম্যান আবু তালেব মোল্লা বলেন, বিচারে দুই পক্ষের মধ্যে মীমাংশার এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। তবে সামান্য কিছু লোক আহত হয়েছেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সামান্য উত্তেজনা হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by