প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:১৩:০২ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোরেলগঞ্জ গৃহবধূ কারিমা আক্তার (৩৭) নামের এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
জানাগেছে, শনিবার বিকেল ৩টার দিকে পৌর শহরের ২ নং ওয়ার্ড বারইখালী গ্রামে শামীম হোসেন খানের স্ত্রী দুপুর ২টার দিকে খাবার শেষে নিজ বসতঘরের সিলিং ফ্যানের সাথে পরিহিত ওরনা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনাটি প্রথমে তার ছোট মেয়ে সাদিয়া আফরিন মায়ের রুমে এসে দেখতে পায় তার মা ফ্যানের সাথে ঝুলে আছে দেখে ডাকৎচিকার দিলে আশ পাসের লোকজন ছুটে এসে। পরে থানা পুলিশকে সংবাদ দেয়। তার পিতা শামীম খান দীর্ঘদিন বাড়িতে থাকেন না। তিনি খুলনায় থাকেন। তবে, আত্মহত্যার বিষয়টি সর্ম্পকে পরিবারের লোকজন কিছুই বলতে পারেনি। নিহত গৃহবধূর দুই মেয়ে সন্তান রয়েছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ওসি মো. রাকিবুল হাসান বলেন, গৃহবধূর আত্মহত্যার খবর শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূর পরিবার থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।