ময়মনসিংহ

সরিষাবাড়ীতে শিমুল ফোটা উৎসব 

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:২৫:২৪ প্রিন্ট সংস্করণ

সরিষাবাড়ীতে শিমুল ফোটা উৎসব

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের তানজিম পল্লীতে অনুষ্ঠিত হলো দেশে এই প্রথমবারের মতো শিমুল ফোটা উৎসব। 

রোববার দুপুরে শিমুল ফোটা উৎসব উদ্বোধন করেন তানজিম পল্লীর প্রজাপতি পার্ক ও দ্বিজেন শর্মা উদ্ভিদ উদ্যানের প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক মো. হাসমত আলী।

ফাল্গুনের এক অনবদ্য সংযোগ এর প্রতিক শিমুল ফুল। বাইরের দেশে বিশেষ করে চেরি ফুলের উৎসব পালিত হয় কিন্তু এ দেশে ফুল নিয়ে কোন উৎসব নেই। তাই দেশীয়  শিমুল ফুল নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়। বর্তমানে দেশে শিমুল গাছের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। এ অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে সচেতন করাও এর উদ্দেশ্য। অনুষ্ঠানে দেশীয় শিমুল ফুল ও দেশীয় সংস্কৃতি সম্পর্কে আলোচনা করা হয়। 

অনুষ্ঠানের উদ্বোধক সহকারি অধ্যাপক মো. হাসমত আলী বলেন, আমাদের শিমুল, জারুল, কদম ফুল সৌন্দর্যের দিক দিয়ে পৃথিবীর যেকোন ফুল থেকে পিছিয়ে নেই। এই শিমুল ফোটা উৎসবের মাধ্যমে আমরা আমাদের দেশীয় সংস্কৃতিকে লালন করব ‌। এখন থেকে প্রতি বছরই সারা দেশব্যাপী এই শিমুল ফোটা উৎসব আয়োজন এর উদ্যোগ নেয়া হবে। সেই সাথে সারা দেশব্যাপী বেশি করে শিমুল গাছ রোপনের প্রচেষ্টা নেওয়া হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পোগলদিঘা মহাবিদ্যালয়ের অধ্যাপক মিজানুর রহমান, দৌলতপুর এডভোকেট মতিয়ার রহমান তালুকদার কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, দৌলতপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমুখ। অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন ,এখন শিমুল ফুল গাছে গাছে আর দেখা যায় না। শিমুল গাছ ও ফুল প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে ‌‌।

আরও খবর

Sponsered content