ময়মনসিংহ

সরিষাবাড়ীতে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৪০:৪৬ প্রিন্ট সংস্করণ

সরিষাবাড়ীতে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

জামালপুরে সরিষাবাড়ীতে ডাঃ বাদল প্রি-ক্যাডেট মাদ্রাসার প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে ভাটারা ইউনিয়নের মাগুরিয়াপাড়া এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে এ বার্ষিক পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ বাদল প্রি ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডাঃ সাইফুল ইসলাম বাদল।

অনুষ্ঠানে শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অডিটর মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও উপজেলা যুবদলের আহ্বায়ক একেএম ফয়েজুল কবীর তালুকদার শাহীন এবং অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ মো. আশরাফুল আলম ফকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী সরিষাবাড়ী উপজেলা শাখার আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুদ, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ জোসনা, বিলবালিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফ, আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মো. মাকসুদুর রহমান, পোগলদিঘা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান দুলাল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক  জাকারিয়া জাহাঙ্গীর। 

এ সময় আরো উপস্থিত ছিলেন মামুনুল হক মুকুল, শিক্ষক শাজাহান আলী, ডাঃ মহাসিন, বাবলু সরকার ও খলিলুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content