প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৩২:০৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের লোহাগাড়ায় আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন কর্তৃক পদুয়া তেওয়ারীহাট বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাসান।
এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় মুহাম্মদ ইউসুফ তাজবিদ রাইচ এজেন্সি ২০ হাজার টাকা, বিকাশ সিকদার-বাহাদুর অটো রাইচ মিল ৫০ হাজার টাকা ও রফিকুল ইসলাম রফিক স্টোর ৫ হাজার টাকা। তিন দোকানীকে মোট ৭৫,০০০ টাকা জরিমানা করা হয়।
এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, লোহাগাড়া উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ ইনামুল হাছান।