প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:২৪:৫১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চার শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলমের পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত চার শিক্ষার্থ দের মধ্যে তিনজন হলেন ২০২১-২০২২ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী এবং অপরজন যন্ত্রকৌশল বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা শহীদ মোহাম্মদ শাহ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত রোববার রাত ৮টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মোহাম্মদ শাহ হলের একটি কক্ষে প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা অভিযান চালান। এ সময় চার শিক্ষার্থী ও দুই ক্যানটিন বয়কে কক্ষটিতে সন্দেহজনক অবস্থায় পাওয়া যায়। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে ২০ গ্রাম গাঁজা ও ৫শ মিলিলিটার মদ পাওয়া গেছে।
জিজ্ঞাসাবাদে দুই ক্যানটিন বয় জানান, তারা শিক্ষার্থীদের এসব মাদক সরবরাহ করেছেন। শিক্ষার্থীদের কললিস্টেও ক্যানটিন বয়দের সঙ্গে ফোনালাপের সত্যতা পাওয়া যায়। এছাড়া এক ক্যানটিন বয়ের মোবাইল ফোনে চার শিক্ষার্থীর একটি কক্ষে বসে মদ পানের ভিডিও পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। যেকোনও উপায়ে মাদক নির্মূলে আমরা সচেষ্ট রয়েছি। অভিযোগের সত্যতা পাওয়ায় সর্বনিম্ন শাস্তি হিসেবে চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।