দেশজুড়ে

সিংড়ায় র‌্যাবের অভিযানে ২টি শুটারগান ও ৪টি ম্যাগাজিন উদ্ধার

  প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৩৫:৩৮ প্রিন্ট সংস্করণ

সিংড়ায় র‌্যাবের অভিযানে ২টি শুটারগান ও ৪টি ম্যাগাজিন উদ্ধার

নাটোরের সিংড়া থেকে ২টি শুটারগান ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করেছে র‌্যাব। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চলনবিল অধ্যুষিত ডাহিয়া বাজারগামী পাকা রাস্তার উপর তিসিখালী মাজার এলাকা থেকে অবৈধ ২টি ওয়ান সুটার ও ৪টি ম্যাগজিন উদ্ধার করেছে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প।

র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট সাঈদ মাহমুদ সাদান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যম কর্মীদের জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বুধবার রাতে চলনবিল এলাকার ডাহিয়া বাজারগামী পাকা রাস্তার উপর তিসিখালী মাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ২টি ওয়ান সুটার ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়। এসময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাব।

আরও খবর

Sponsered content