দেশজুড়ে

অবৈধভাবে বৃক্ষ নিধন ও পাচার বন্ধ না করে, পেরেক অপসারণ কর্মসূচী হাস্যকর 

  প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:০৪:৪৮ প্রিন্ট সংস্করণ

অবৈধভাবে বৃক্ষ নিধন ও পাচার বন্ধ না করে, পেরেক অপসারণ কর্মসূচী হাস্যকর 

বান্দরবান বন বিভাগের উদ্যোগে গাছ সুরক্ষায় গাছে বিলবোর্ড সহ বিভিন্ন বিজ্ঞাপন টাঙ্গানোতে পেরেক এর ব্যাবহার বন্ধ করতে “গাছ সুরক্ষায় পেরেক অপসারণ” কর্মসূচীকে হাস্যকর বলে মন্তব্য করছেন স্থানীয় জনসাধারণ।

বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি) সকালে জেলার থানচি বাস স্টেশন এলাকায় বান্দরবানে বন বিভাগে উদ্যোগে মাস ব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পাল্পউড প্লান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মো.আব্দুর রহমান, পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো. রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

এদিকে কর্মসূচীকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ব্যাপক সমালোচনা। স্থানীয়রা বলছে অবৈধভাবে প্রতিনিয়ত বৃক্ষ নিধন ও বন উজাড় হলেও এসব অবৈধ বৃক্ষ নিধন ও বন উজাড় হওয়া বন্ধের বিষয়ে বন বিভাগের কোন ভূমিকা আমরা দেখছিনা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন অসাধু ব্যবসায়ী ও বন বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে উজাড় হচ্ছে বন, ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ।

অবৈধভাবে বৃক্ষ নিধন ও বন উজাড় না হওয়ার বিষয়ে কার্যকরী পদক্ষেপ না নিয়ে বন বিভাগ গাছে পেরেক মারা বন্ধ কর্মসূচী অনেকটা হাস্যকর।