ময়মনসিংহ

বকশীগঞ্জে মিলবে ভ্রাম্যমাণ দুধ-ডিম-মাংসের গাড়ি

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২১ , ৭:১৪:৪৪ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস ভ্রাম্যমাণ পদ্ধতিতে বিক্রয় শুরু হয়েছে।

 

রোববার বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা,আয়োজনে ছিলেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেইরি ফার্মারস এসোসিয়েশনের সভাপতি খোকন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ প্রমুখ।

 

উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল জানিয়েছে, করোনাকালীন উপজেলার খামারিরা পণ্য উৎপাদন করে যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে উৎপাদন বিমুখ না হয়।

এর জন্যই প্রাণিসম্পদ বিভাগ সরাসরি খামারিদের কাছ থেকে দুধ ডিম ও মাংস কিনে নিচ্ছে। একই সাথে তা ন্যায্য দামে বাজারজাত করা হচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by