প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:১১:৩২ প্রিন্ট সংস্করণ
জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একজন ও ফাঁসিতে ঝুলে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া ও পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে ধানক্ষেতে পানি দিতে গিয়ে সেচ পাম্পের বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মোস্তফা মন্ডল (৪২) নামে এক কৃষক মারা গেছে। নিহত কৃষক মোস্তফা মন্ডল মৃত পেচা মন্ডলের ছেলে বলে জানা গেছে। পরিবারের লোকজন মোস্তফাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে পিংনা ইউনিয়নের কাওয়ামারা পূর্বপাড়া গ্রামের আসাদুলের ছেলে মাদরাসা শিক্ষার্থী তামিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।