দেশজুড়ে

লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:০৫:২৮ প্রিন্ট সংস্করণ

লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১২টায় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি রঞ্জন চাকমার  সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মো. কফিল উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  লংগদু উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ নেওয়াজ, লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আহমদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. সাইফুল ইসলামসহ প্রমুখ্য।

উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ হতে মানপত্র পাঠ করেন কেরামান চাকমা এবং বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জয়নাব আক্তার।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. কফিল উদ্দিন মাহমুদ বলেন, তোমরা আগামীর ভবিষ্যৎ তোমরা আগামীর বাংলাদেশ বিনির্মানে ভুমিকা রাখতে ভূমিকা রাখবে  সেই প্রত্যাশা করছি। এজন্য শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের পরিপূর্ণ শারিরীক ও মানসিক ভাবে প্রস্তুুত করতে হবে।

পরে বিদ্যালযের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।  শেষে অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল মান্নান এর দোয়া ও মুনাজাতের মাধ্যমে বিদায়ী অনুষ্ঠানের সমাপ্তি করা হয় ।

আরও খবর

Sponsered content