ঢাকা

টঙ্গীতে শিক্ষার্থীকে যৌনপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২০ , ৮:২০:১৩ প্রিন্ট সংস্করণ

টঙ্গীতে শিক্ষার্থীকে যৌনপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর নগরীর টঙ্গীতে ১০ বছরের শিক্ষার্থীকে যৌনপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। অভিযুক্ত শিক্ষকের নাম আমিনুল ইসলাম। সে টঙ্গীর সাহাজউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, রোববার সকালে সাহাজউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণীর এক ছাত্রী আমিনুল ইসলামের বাসায় পাইভেট পড়তে যায়। পড়ানোর সময় সে ওই শিক্ষার্থীকে যৌনপীড়নের চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীটি দৌড়ে শিক্ষকের বাসা থেকে নিজ বাসায় এসে ঘটনাটি তার অভিভাবকদের জানায়। এতে অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শিক্ষককে বাসা থেকে ডেকে নিয়ে জুতাপেটা করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। সোমবার তার বিরুদ্ধে যৌনপীড়নের মামলা দায়ের শেষে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আমিনুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেফতার করে থানায় মামলা দায়ের শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content