আন্তর্জাতিক

জ্যাক মা’কে সরিয়ে এখন চীনের শীর্ষ ধনী হুয়াতেং

  প্রতিনিধি ২৭ জুন ২০২০ , ৮:৩৭:০০ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্কঃ আলিবাবা গ্রুপের চেয়ারম্যান জ্যাক মাকে সরিয়ে এবার চীনের শীর্ষ ধনী ব্যক্তি হলেন মা হুয়াতেং। তিনি চীনা ইন্টারনেট সংস্থা টেনসেন্টের কর্ণধার।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, হুয়াতেং এখন ৫৫ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৭০ হাজার কোটি টাকার বেশি) সম্পত্তির মালিক। খবর অনুযায়ী, জ্যাক মা-এর আলিবাবা গ্রুপকে টপকে এশিয়ার সবচেয়ে বেশি বাজার মূল্যের সংস্থা হিসেবেও উঠে এসেছে হুয়াতেংয়ের টেনসেন্ট।

কেবল চীনের নয়, বিশ্বের বৃহত্তম গেমিং পাবলিশিং সংস্থা টেনসেন্ট। পাবজি ছাড়াও কিশোর তরুণদের মধ্যে নেশা ধরিয়ে দেওয়ার মতো বহু জনপ্রিয় গেম বাজারে এনেছে এই সংস্থা। এছাড়া হোয়াটসঅ্যাপের চীনা বিকল্প উইচ্যাটও এই টেনসেন্ট কোম্পানির প্রোডাক্ট।

স্কুলের চার বন্ধুকে নিয়ে ১৯৯৮ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন দেশটির শিনজেন ইউনিভার্সিটির সায়েন্সের স্নাতক হুয়াতেং। বর্তমানে সংস্থার ৭ শতাংশ মালিকানা রয়েছে তার হাতে। ৪৮ বছরের হুয়াতেং তার দেশে ‘পনি মা’ নামেও পরিচিত।

আরও খবর

Sponsered content

Powered by