প্রতিনিধি ২ মার্চ ২০২৫ , ৩:৪৯:৩২ প্রিন্ট সংস্করণ
‘‘তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, কৃষি অফিসার প্রিতম কুমার হোড়, উপজেলা নির্বাচন অফিসার জায়দা খাতুন, সহকারী নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই প্রমুখ।