চট্টগ্রাম

চন্দনাইশে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং, ৯ ব্যবসায়ীকে অর্থদণ্ড

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৫ , ৫:১৫:০৯ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং, ৯ ব্যবসায়ীকে অর্থদণ্ড

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে প্রথম রমজান থেকে নিয়মিত বাজার মনিটরিং করছেন উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত উপজেলার বাগিচাহাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি সহ নানা অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় নূরজাহান হোটেলকে পাঁচ হাজার, হাজী আলী আহম্মদ ফুডস আ্যন্ড শপসকে পাঁচ হাজার, আবদুল মান্নানকে দুই হাজার, কামাল উদ্দিনকে দুই হাজার ও আবদুস সালামকে দুই হাজার টাকা সহ মোট ষোল হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া গত বুধবার (৫ মার্চ) বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত পূর্ব জোয়ারা নয়াহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একই অভিযোগে তাহের স্টোরকে পাঁচ হাজার, ফোরক স্টোরকে দুই হাজার, বশর স্টোরকে দুই হাজার ও নিউ আল মদিনা হোটেলকে এক হাজার টাকা সহ মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, “রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে, ক্রেতারা বা ভোক্তারা যাতে হয়রানির শিকার না হয়, মানসম্মত পণ্য যাতে বিক্রি করে, কোনো ভেজাল মিশ্রিত না করে, মূল্য তালিকা যাতে দোকানের সামনে টানিয়ে রাখে এবং ভোক্তারা কোনোভাবেই যাতে প্রতারিত না হয় সে জন্য এই অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মাজেদা বেগম, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, পুলিশ উপপরিদর্শক (এসআই) হাক্কানী বিল্লাহ এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

আরও খবর

Sponsered content