চট্টগ্রাম

বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৫ বসতঘর

  প্রতিনিধি ৯ মার্চ ২০২৫ , ৩:৫১:২৭ প্রিন্ট সংস্করণ

বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৫ বসতঘর

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পাঁচ পরিবারের।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের ৩নং নম্বর ওয়ার্ডের শেখ আনোয়ার ডাক্তারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- আবদুস শুক্কুর,  জাফর উল্লাহ , মোহসেন আলী, শেখ শহীদ  ও হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইফতারের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় । আগুনে আবদুস শুক্কুরের সেমি পাকা ঘর, শেখ জাফর উল্লাহর টিন সেটের ঘর, মোহসেন আলীর সেমি পাকা ঘর, শেখ শহীদের সেমি পাকা ঘর ও হোসেনের পাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বোয়ালখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ ফিরোজ খান জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত  হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সন্ধ্যায় আমাদের কাছে খবর আসলে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

আরও খবর

Sponsered content