প্রতিনিধি ৯ মার্চ ২০২৫ , ৪:০৯:২৫ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সামাজিক ও কল্যাণমুখী সংগঠন ‘প্রত্যয়’-এর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দোহাজারী পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ড এবং সাতবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত পরিবারের জন্য আয়োজিত এই মহতী কার্যক্রম রমজানের ত্যাগ ও সহমর্মিতার প্রতিফলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু সার্জন ও শেভরন চক্ষু হাসপাতাল ও রিসার্চ সেন্টারের পরিচালক, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবং চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘প্রত্যয়’র সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন ‘প্রত্যয়’র সাধারণ সম্পাদক আব্দুল কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ থানা আমীর মওলানা মো. কুতুবউদ্দিন, দোহাজারী পৌরসভা আমীর মাওলানা
এম জমির আদনান, ফ্রেন্ডস ফুড-এর চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, ‘প্রত্যয়’র আহ্বায়ক আব্দুল্লাহ মো. সাদ এবং সংগঠনের সিনিয়র সদস্যবৃন্দদের মধ্যে কুতুবউদ্দিন, আনছার উদ্দিন, গিয়াস উদ্দিন, মো. মাসুকুর রহমান, আশফাক উল্লাহ, মওলানা দিদারুল ইসলাম, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রত্যয় দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য নানামুখী কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।