চট্টগ্রাম

বাঁশখালী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক গ্রেপ্তার

  প্রতিনিধি ১১ মার্চ ২০২৫ , ৭:২২:৩১ প্রিন্ট সংস্করণ

বাঁশখালী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

সোমবার (১০ মার্চ ) নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকা থেকে রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদে অভিযান পরিচালনা তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘মুরাদ পুর এলাকার একটি বাসায় অবস্থানের খবরে অভিযান পরিচালনা করে আসামি মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’

আরও খবর

Sponsered content