প্রতিনিধি ১২ মার্চ ২০২৫ , ৭:৪২:৩৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের ইপিজেডের মোহাম্মদ আইয়ুব নবী (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় সিজান নামে আরেক যুবক কে আটক করেছে ইপিজেড থানা পুলিশ।
বুধবার (১২ মার্চ) দুপুরে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) লিঙ্ক রোডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর জোনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ বদরুল আলম মোল্লা।
তাৎক্ষণিক খবরে জানা গেছে, ইপিজেডে পরকিয়ার জেরে এক বন্ধু মোহাম্মদ আইয়ুব নবীকে খুন করেছেন। পরে অভিযান চালিয়ে সিজান কে আটক করে পুলিশ। নিহতের মরদেহ বর্তমানে চমেক হাসপাতালে রয়েছে।