বাংলাদেশ

পাকিস্তান থেকে এলো আরও ২৬ হাজার মেট্রিকটন চাল

  প্রতিনিধি ১৫ মার্চ ২০২৫ , ৩:১৬:০৩ প্রিন্ট সংস্করণ

পাকিস্তান থেকে এলো আরও ২৬ হাজার মেট্রিকটন চাল
ছবি : সংগৃহীত

পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিকটন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে আসা চালের নমুনা পরীক্ষা শেষে সেগুলো খালাসের কার্যক্রম শুরু হয়েছে। 

আজ শনিবার খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ৩১ জানুয়ারি সম্পাদিত জি টু জি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিকটন আতপ চাল নিয়ে এমভি মরিয়ম জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর আগে গত ৫ মার্চ চাল নিয়ে পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছে ‘এমভি সিবি’ নামের একটি জাহাজ। বন্দর জেটিতে ভেড়ে পাকিস্তানি পতাকাবাহী জাহাজটি। 

খাদ্য অধিদপ্তর জানায়, পাকিস্তান থেকে জি টু জি ভিত্তিতে ৫০ হাজার টন আতপ চাল আমদানি হচ্ছে। এমভি সিবিতে প্রথম চালান এসেছে। বাকি চাল খুব শিগগির বন্দরে পৌঁছাবে। 

আরও খবর

Sponsered content