প্রতিনিধি ১৫ মার্চ ২০২৫ , ৩:৪৩:৩৯ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে প্রথম ব্যাতিক্রম গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ব্যতিক্রম ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছেন উপজেলা বিএনপি ও বিএনপির’র বিভিন্ন অঙ্গসংগঠন গুলো। শুক্রবার ১৪ ই মার্চ এ গণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উলিপুর স্বর্ণময়ী স্বরবর পুকুর পাড়ে। স্বর্ণময়ী স্বরবরের চারিদিকে প্রায় ৫ হাজার চেয়ার বসিয়ে আসন বিন্যাস করা হয় ইফতারের জন্য।
বিকাল চার টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসতে থাকে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সাধারণ মানুষজন। উক্ত গণ ইফতারে যোগ দেয় জেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিকালে ইফতারের পূর্ব মহুর্তে স্বর্ণময়ী সরোবরের সমস্ত আসন পরিপূর্ণ হয়ে ওঠে। এরপর সেখানে আগে থেকেই আয়োজন করা হয়েছিলো শুকিয়ে যাওয়া স্বর্ণময়ী সরোবরের মাটিতে বসার জন্য ত্রিপল এর ব্যবস্থা। সময়ের তালে তালে সেটিও পরিপূর্ণ হয়ে যায় মানুষ আর মানুষের ঢল। কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভির উল ইসলামের পৃষ্ঠপোষকতায় গণ ইফতারে আগত সর্বস্তরের মানুষ মুগ্ধ হন। উক্ত গণ ইফতারে প্রায় ৭ হাজার থেকে ৮ হাজার গণ মানুষ অংশ গ্রহণ করেন। এতে প্রায় একশত স্বেচ্ছাসেবকদের দিয়ে ইফতারির প্যাকেট ও পানি সকল রোজাদারদের হাতে হাতে বিতরণ করা হয়।
উপজেলা বিএনপি’র আয়োজনে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য জননেতা তাসভীর উল ইসলাম, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাবিবুর রহমান হাসিব, তারিক আবু আলা চৌধুরী, হায়দার আলী মিঞা, ওবায়দুর রহমান বুলবুল, সোলায়মান সরকার, আব্দুর রশিদ সরকার, নুরমোহাম্মদ সরকার সহ ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও উলিপুরের সর্বস্থরের হাজার হাজার মানুষের উপস্থিতি ছিলো।
ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, উলিপুরের সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিঞা। উলিপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আবু আলা চৌধুরী, ওবায়দুর রহমান বুলবুল সহ বিএনপির জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।