দেশজুড়ে

ছাত্রলীগকে চাঁদা না দিলে বিয়ের অনুষ্ঠানও করতে দিত না

  প্রতিনিধি ১৫ মার্চ ২০২৫ , ৫:৩৯:২২ প্রিন্ট সংস্করণ

ছাত্রলীগকে চাঁদা না দিলে বিয়ের অনুষ্ঠানও করতে দিত না

আওয়ামী লীগের শাসন আমলে নিষিদ্ধ ছাত্রলীগ  সংগঠনের নেতাকর্মীদের চাঁদা না দিলে বিয়ের অনুষ্ঠানেও করতে দিত না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম। 

শুক্রবার বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে আব্বাস শেখের বাড়িতে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৬ বছর যাবত এই দেশের মানুষদের রাজনৈতিক, ধর্মীয়, বা সামাজিক কোন স্বাধীনতা ছিলনা। গত জুলাইয়ের ছাত্র জনতার গণআন্দোলনে হাজার হাজার শহিদ ভাইদের আত্মত্যাগের মধ্যদিয়ে এই দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনা হেলিকপ্টারে দেশ থেকে পালিয়ে গিয়েছে। গত বছর আমরা জর্জএকাডেমীতে ইফতার করবো, সেখানে হাসিনার পেটুয়া বাহিনী আমাদের করতে দেয় নাই। পরে পাঞ্জেরি একাডেমীর সেখানে আওয়ামীলীগের নেতাকর্মীরা বাঁধা দিয়েছিল। পরে আমরা সিদ্দিক মিয়ার বাড়িতে কোন রকমের ইফতার শেষ করি।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি খান আতাউর রহমান, বোয়ালমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্বাস শেখ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রিপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি, যুবদল নেতা ইমরান হোসেন, পৌ যুবদলের সভাপতি আমিনুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ। 

আরও খবর

Sponsered content